নিউইয়র্কে মঞ্চ মাতালেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী
 
            
                     
                        
       		দেশ সেরা তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী এদেশের সিনেমা দর্শকদের মনজয় করে নিয়েছেন বহু আগেই। কিন্তু এবার তারা বিদেশের মাটিতে দর্শকদের মাতিয়ে দিলেন একটু অন্যভাবে অন্যরকম করে।সম্প্রতি নাচে-গানে মঞ্চ আলোকিত করছেন।
নিউ ইয়র্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে গেল ১৪ জুন কুইন্স প্যালেসে বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যালে পারফর্ম করেন তারা।
জমকালো এই অনুষ্ঠানে মঞ্চ মাতান শোবিজের দুই জনপ্রিয় মুখ ওমর সানী ও মৌসুমী। এটি একটি চ্যারিটি শো ছিল। পছন্দের তারকাদের কাছে পেয়ে সকলের ছিল অন্য রকম উচ্ছ্বাস।

ওমর সানী নিজের ফেসবুক পোস্ট-এ পারফর্মেন্সের ছবি শেয়ার করেছেন। এই অনুষ্ঠানে আরও অংশ নেন তারিন, রিজিয়া পারভীন, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খন্দকার ইসমাইলসহ অনেকে। বর্তমানে তারা খুব একটা সিনেমায় অভিনয় না করলেও ভালো গল্পের ভালো নির্মাণের সিনেমায় তাদেরকে একসাথেও দেখা যায়।
উল্লেখ্য, সিনেমা পর্দাতেও তারা জুটি বেঁধে অভিনয় করছেন এবারের ঈদের সিনেমা ‘নোলক’-এ। সাকিব সনেট পরিচালিত এ ছবিতে নায়ক-নায়িকার ভূমিকার অভিনয় করেছেন শাকিব খান ও ববি।
অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে নব্বই দশকের জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমীকে পেয়েছেন দর্শক।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	