নিউইয়র্ক সিটিতে ফার্মেসি থেকে শিশুদের টাইলেনল উধাও
কোভিড, ফ্লু এবং আরএসভি এই ভাইরাসের জোটবদ্ধ ট্রিপলডেমিক দ্রত বিস্তার লাভ করায় হঠাৎ নিউইয়র্ক সিটির ফার্মেসিগুলো থেকে শিশুদের টাইলেনল উধাও হয়ে গেছে।
নিউইয়র্ক সিটির বিভিন্ন সংবাদ এবং টিভি চ্যানেল এই খবরটি দিয়ে বলছে শিশুদের জ্বর ও ব্যথা কমাতে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় দুটি ওষুধ হচ্ছে টাইলেনল ও রবিটাসিন। এই দুটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত কম বলে ডাক্তাররা সবচেয়ে বেশি প্রেসক্রিপশন লেখেন এই দুটি ওষুধের। কিন্তু ট্রিপলডেমিক ভাইরাস শীত এবং হলিডে সিজন আসার সাথে সাথে ব্যাপকহারে শিশুদেও মধ্যে ছড়িয়ে পড়ায় ফার্মেসিতে এর নিয়মিত যে সরবরাহ তার চেয়ে চাহিদা অনেক বেশি বেড়ে যায়। ফলে এখন দুষ্পাপ্য হয়ে উঠেছে। বাবা-মারা এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ঘুরছেন টাইলেনল ও রবিটাসিন কেনার জন্য।
ডাক্তাররা বলছেন, কোভিড, ফ্লু এবং তার সাথে যোগ হয়েছে রেসপিরেটরি সিংকসাইটিয়াল ভাইরাস বা আরএসভি। এই ট্রিপলডেমিক এ বছর বিপুল সংখ্যক শিশুকে আক্রান্ত করছে। যেহেতু ভাইরাসের অন্যতম লক্ষণ হলো শরীরের তাপমাত্রা বেড়ে যওয়া। তাই বাবা-মারা শিশু সন্তানদের শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্রথমেই টাইলেনল দিতে চান। কিন্তু ফার্মেসিতে গিয়ে তারা অবাক হন এই জরুরী ওষুধটি না পাওয়ায়।
অধিকাংশ ফার্মেসি থেকে জানানো হয় তারা নতুন শিপমেন্টের জন্য অপেক্ষা করছেন।
এদিকে এনবিসি নিউজ জানাচ্ছে পুরো আমেরিকায় শিশুদের ট্রিপলডেমিকে আক্রান্ত হওয়া অনেক বেড়ে যাওয়ায় শিশু হাসপাতালগুলো দ্রæত ভরে উঠছে। অপরদিকে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হেলথ জানাচ্ছে গত অক্টোবর থেকে নিউইয়র্ক সিটিতে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের আক্রান্তের হার দ্বিগুণে পৌঁছেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিটির পাবলিক স্কুলগুলোতে ১৩০৪ জনের আক্রান্ত হওয়ার খবর রেকর্ড করা হয়েছে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনের ফার্স্ট ডেপুটি চ্যান্সেলর ড্যান ওয়াইজবার্গ স্কুলগুলোতে এই মর্মে নোটিস পাঠিয়েছেন যে ছাত্রছাত্রীরা স্কুলের অভ্যন্তরসহ বাইরেও অন্য কোনো ইনডোর প্রোগ্রামে গেলে যেন মাস্ক পরে। কিন্তু গথামিস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, তারা লক্ষ্য করেছে খুব কম সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী এবং স্টাফ মাস্ক পরছেন স্কুল ভবনে। অনেক অভিভাবক জানিয়েছেন তারা মাস্ক পরা বিষয়ে স্কুল থেকে কোনে নির্দেশনা পাননি।
উল্লেখ্য এখন আর কোথাও মাস্ক পরার বাধ্যবাধ্যকতা নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন