নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডাকে হত্যার হুমকি
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাকে এ হুমকি দেওয়া হয়েছে।
দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পোস্টে একটি বন্দুকের ছবি দিয়ে ক্যাপশন লেখা হয়েছে, ‘তুমি পরবর্তী টার্গেট’।
গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে উগ্র ডানপন্থী এক সন্ত্রাসীর হামলায় অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন। এক সপ্তাহ পর আজ যখন নিউজিল্যান্ডবাসী তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে তখন এ খবর পাওয়া গেল। অবশ্য ৪৮ ঘণ্টা আগে ওই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে।
নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, টুইটার পোস্টটি অনেকে জানাজানির পর ওই অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে।
খবরে বলা হয়েছে, অপর একটি পোস্ট আরডার্ন ও দেশটির পুলিশকে ট্যাগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘পরবর্তী (টার্গেট) তুমি’।
গণমাধ্যমটি বলছে, বাতিল করা অ্যাকাউন্টে ইসলামবিদ্বেষী কন্টেন্ট এবং হোয়াইট সুপারমেসিস্ট (সাদারাই শ্রেষ্ঠ) ঘৃণ্য বক্তব্য রয়েছে।
পুলিশের এক মুখপাত্র হেরাল্ডকে বলেছেন, ‘টুইটারের ওই কমেন্টের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে এবং তদন্ত করছে।’
উল্লেখ্য, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর থেকে জাসিন্দা আরডার্নকে ব্যাপক তৎপর হতে দেখা গেছে। ইতোমধ্যে তিনি দেশটিতে স্বয়ংক্রিয় মিলিটারি জাতীয় অস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।
তাছাড়া শুরু থেকেই দেশটির মুসলমানদের প্রতি সহায়নুভূতি জানিয়ে আসছেন তিনি। এমনকি আজ শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজের আগে নিহতদের স্মরণে যে দুই মিনিটের নীরবতা পালন করা হয় সেখানেও উপস্থিত ছিলেন জাসিন্দা। তার এসব উদ্যোগের প্রশংসা করছে গোটা বিশ্ব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন