নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার
চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, অপহরণকারীরা তাকে ফেলে রেখে যায়।
বৃহস্পতিবার( ২০ জুন) ভোর সোয়া ৫টার দিকে তারাকাণ্দা উপজেলার একটি রাইস মিলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি জানান, কে বা কারা সৌরভকে একটি রাইমিলের সামনে ফেলে রেখে গেছে- এমন খবরের ভিত্তিতে বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপারকে অবহিত করা হয়। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।
গত ৯ই জুন চট্টগ্রাম নগরীর অফমি প্লাজার সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে একটি মাইক্রোবাসে কোরে কৌশলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রামের এক শিল্পপতির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে অপহরণ করা হয়েছিলো বলে অভিযোগ ছিলো পরিবারের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন