নিজের বইয়ের মোড়ক উন্মোচনে বইমেলায় যাচ্ছেন সাকিব
বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমান করে এবার লেখক হিসেবে সবার সামনে আসছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আজ তার লেখা শিশুতোষ গল্প ‘হালুম’ আসছে একুশে বই মেলায়। পার্ল পাবলিকেশনস প্রকাশিত এ বইটি পাওয়া যাবে বইমেলার ৬ নম্বর প্যাভিলিয়ানে আর সাকিব থাকবেন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।
নিজের প্রথম প্রকাশিত বই সম্পর্কে রোববার বিকেলে ফেসবুকে ফেরিফাইড পেইজে একটি ভিডিও আপলোড করেন সাকিব আল হাসান।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় ভক্ত ও বন্ধুরা আশা করি সবার সঙ্গে দেখা হচ্ছে অমর একুশে বইমেলায় ৬ নম্বর প্যাভিলিয়ান পার্লে। এখানেই হবে আমার প্রথম অফিশিয়াল বই শিশুদের জন্য লেখা হালুমের পাঠ উন্মোচন । আমি কিন্তু থাকছি। তোমাদের সাথে দেখা হবে এবং অটোগ্রাফ হবে। বই পড়ো আর বাঘের মত গর্জন করো। হালুম!’
বাংলাদেশ জাতীয় দলের এই তারকা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটেই এখন এক নম্বর অলরাউন্ডার । ক্রিকেটে সব চেয়ে কম ম্যাচ খেলে তার রান সংখ্যা ১০ হাজারের অধিক এবং উইকেট সংখ্যাও প্রায় ৫০০ কাছাকাছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন