মাদারীপুরে নিজ ঘরে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম
মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদারকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলা চালিছে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত মেয়র এনায়েত হোসেনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মেয়র ও তার পরিবারের সদস্যরা জানান, রাতে মেয়র এনায়েত হোসেন ঘুমিয়ে ছিলেন। একটি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জন মুখোশপড়া দুর্বৃত্ত পেছনের ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় তারা মেয়রের ঘুমানোর ঘরের জানালা ভেঙে ঘুমন্ত মেয়রকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। এতে মেয়র তাৎক্ষণিক তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি করেন। কিন্তু দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ বিভিন্ন অঙ্গনের নেতারা।
আহত মেয়র দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।
মেয়র আরো বলেন, ‘আমার ধারণা আমার ছোড়া গুলি দুর্বৃত্তদের গায়েও লেগেছে। আমাকে মেরে ফেলতেই এ হামলা চালানো হয়েছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মধ্যরাতে মেয়রের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। কয়েকটি সেলাই লেগেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন