নিজ বাসায় এসআইসহ অজ্ঞাত নারীর গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীর মিরপুরের রূপনগরে নিজ বাসা থেকে পুলিশের এক এসআইসহ অজ্ঞাত এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুস সাত্তার (৩৫)। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক (২৮)।
শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রূপনগর থানার এসআই আল মামুন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে রূপনগর থানা রোডের ২২ নম্বর বাসা থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ড. মাহমুদ হাসান তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ওই বাসায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছুটে যান।’
নিহত অজ্ঞাত নারী পুলিশ কর্মকর্তার শ্যালিকা হতে পারেন বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তাদের ধারণা, এসআই সাত্তার তার সরকারি অস্ত্র দিয়ে অজ্ঞাত নারীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা ওই বাসা থেকে দু’টি গুলির শব্দ পেয়েছেন বলেও পুলিশ জানায়।
সাত্তার এএসআই হিসেবে পল্লবী থানায় কর্মরত ছিলেন। ঈদের আগে তিনি এসআই হিসেবে পদোন্নতি পেয়ে বাড্ডা থানায় বদলি হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন