নিঝুম রাতের মায়া

নিঝুম রাতে চাঁদটা একা,
তোমার স্মৃতি দেয় যে দেখা,
হাওয়া এসে বলে কানে,
তুমি নাকি আছো প্রাণে।

তারার মাঝে খুঁজি তোমাকে,
মনটা যেন থাকে ঢেকে,
তোমার ছোঁয়া নেই যে কাছে,
তবু রয়েছো মায়ার বাঁকে।

তুমি যদি হতে কুয়াশা,
আমি হতাম শিশির বিন্দু,
তোমার বুকে পড়তাম চুপে,
ভালোবাসার নীল সন্ধ্যু।

নিঝুম রাতের গান যে গেয়ে,
স্বপ্ন সাজাই তোমার তরে,
ভোরের আলো এলেও তবু,
মায়া তোমার হৃদয় ভরে।