নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট : মির্জা ফখরুল

দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সিলেটে জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দেন তিনি।

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করেন তিনি।
অভিযোগ করেন, সরকার বড় বড় মেগা প্রকল্পের নামে দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত।
বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট জড়িত।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১০ হাজার কোটির টাকার পদ্মা সেতু এখন ৩০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। দুর্নীতির টাকা কানাডার বেগম পাড়ায় পাচার করা হচ্ছে।

দেশে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দাবি করে, সরকার জননিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আর ডিএমপি কমিশনার খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচারবহির্ভূত।

এর আগে সকালে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা সম্মেলনের উদ্বোধন করেন।

খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা।

এ সময় তারা বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসা জন্য পাঠানোর দাবি জানান।