নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির প্রতিকী অনশন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতিকী অনশন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ জেলা বিএনপি।
বুধবার (৩০ মার্চ) সকালে নগরীর নতুনবাজারের দলীয় অফিসের পাশে আয়োজিত এই অনশন কর্মসূচিতে অংশ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা তাদের বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে সরকারের দুর্নীতিকে দায়ী করেন। সরকারের বিভিন্ন কর্মকর্তাদের লুটপাটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বলে মন্তব্য নেতাকর্মীদের।
তারা বলেন, ‘বর্তমান সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে বাজারকে অস্থির করে তোলা হয়েছে। দিন দিন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই খাদ্যপণ্য। দেশের মানুষকে জিম্মি করে এই অবৈধ সরকারের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু তাদের সময় শেষ হয়ে এসেছে। জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’
অনশন কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলেন। দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন