নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করেন: জুঁই চাকমা

যুবপ্রাণ জাগিয়ে তুলুন ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন স্লোগানে বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় শহরের হোটেল কসমস রুফটপ রেস্টুরেন্টে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটি সাধারণ সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে পার্টি ও গণতন্ত্র মঞ্চে মনোনয়ন প্রাপ্ত জুঁই চাকমা।

বিপ্লবী যুব সংহতি, রাঙামাটি জেলা কমিটি আহবায়ক পলাশ চাকমার সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটি সভাপতি, নির্মল বড়ুয়া মিলন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি আহবায়ক কেন্দ্রীয় কমিটি বাবর চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমর চাকমা।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক জুঁই চাকমা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু সকলের গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করেন। আগামী নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করার দাবিও জানান তিনি। তিনি বলেন, রাঙামাটি আসনে আমি নির্বাচিত হলে রাঙামাটিবাসীর দায়িত্ব নেওয়ার জন্য যাতে তারা ভাল থাকতে পারে ক্ষমতার জন্য নয়।

অনুষ্ঠানে এসময় রাঙামাটি জেলা কমিটি সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, বিপ্লবী যুব সংহতির মূল লক্ষ্য এখন নতুন প্রজন্মের মধ্যে রাজনীতিক শিক্ষার বিস্তার, শিক্ষা, চাকুরী, সংস্কৃতি ও পরিবেশ এ চার ক্ষেত্রকে যুক্ত করে সম্মিলিত আন্দোলন গ্রামীন ও প্রান্তিক যুবদের সুসংগঠিত করা।

বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রগতিশীল অংশ গ্রহন বাড়ানো তাদের কৌশল হলো রাজনীতিকে জীবণের সঙ্গে মিশিয়ে দেয়া। যাতে যুব আন্দোলন প্রতিবাদ নয়, নির্মানেরও শক্তি হয়। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির দেশ বাংলাদেশ বিনির্মাণ করব।