নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন মুনতাসীর মামুন
হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন। রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় এ ডায়েরি করেন তিনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফ বিশ্বাস বলেন, `অধ্যাপক মুনতাসীর মামুনের ব্যক্তিগত সহকারী থানায় এসে ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তার বাসার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
ওসি বলেন, ‘লোন উলফ নামের একটি জঙ্গি সংগঠন তাদের প্রকাশনায় মুনতাসীর মামুনসহ আরও দুজনকে (সুলতানা কামাল ও শাহরিয়ার কবির) হত্যার হুমকি দিয়েছে। সে প্রকাশনায় এসেছে, তাদের কীভাবে হত্যা করা হবে। এতে উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে তিনি (মুনতাসীর মামুন) জিডি করেছেন।’
এর আগে শনিবার দুপুরে সুলতানা কামাল নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
একটি জঙ্গি গোষ্ঠী থেকে বাংলাদেশের খ্যাতনামা তিন ব্যক্তি অধ্যাপক মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও মানবাধিকার কর্মী সুলতানা কামালকে হত্যার হুমকি দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন