নিরাপদে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল
নিদাহাস ট্রফিতে অংশ নিতে রবিবার সন্ধ্যায় শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ দুপুর একটায় ঢাকা ছাড়ে টাইগাররা। আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, প্রতিপক্ষ ভারত।
সিরিজে লিগ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তারপর পয়েন্ট টেবিলে সেরা দুইটি দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৪ মার্চ টাইগারদের প্রতিপক্ষ ভারত। ১৬ মার্চ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
সিরিজে ১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :
মাহমদুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন