নিরাপদ চিকিৎসা চাই’র কুমিল্লা জেলার অর্থায়নে নগদ টাকা ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় গৌরীপুর ফারিস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোং লিঃ অফিসে এই সংগঠনের উদ্যোগে প্রায় ২ শত পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই’, জাতীয় সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্য রাখেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি মো. আলী আশরাফ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো: হালিম সৈকত,
সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
এই কার্যক্রমের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার অন্যতম সদস্য মমিনুল ইসলাম মোল্লা, শাহআলম সরকার, বিল্লাল মোল্লা, আলমগীর হোসেন, ইব্রাহিম রাসেল, বশির আহাম্মদ ও আবৃত্তিকার সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে, গত ৩ বছর যাবৎ এই সংগঠন তিতাস ও দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করছেন। এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় ও প্রবাসী সমাজসেবীগণ আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন