নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপি সাতক্ষীরার বিভিন্ন স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG-20231004-WA0011-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির অংশ হিসেবে মাসব্যাপি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
এর অংশ বিশেষ বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা শহরের পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) সাতক্ষীরা সদর, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শ্যামল কুমার চৌধুরী, পি, এন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল কাজী মামুন বিল্লাহ, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।
কর্মশালায় বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন