নির্দোষ ভালোবাসা || আকিদুল ইসলাম সাদী
নির্দোষ ভালোবাসা
আকিদুল ইসলাম সাদী
ভালোবাসা এই কথাটি
কিছুতেই খারাপ না,
খারাপ হলো বর্তমানের
হৃদয় আঙ্গিনা!
ভালোবাসি বলে মানুষ
করে জীবন নষ্ট,
আসলে সে যে ছলনাময়ী
দেয় শুধু কষ্ট!
পচা-গন্ধ হৃদয় নিয়ে
চলে যে ভালোবাসা,
অবশেষে করে সম্ভ্রমহানি
ভাঙ্গে সব আশা৷
এখানে তাহলে ভালোবাসার ভাই
বলো দোষ কিসের?
ভেবে দেখো সব দোষই
মানুষের পচা মনের!
ভালোবাসার নামে চলে শুধু
প্রতারণা-ছল,
কমলমনা মানুষগুলোর তাই
চোখে থাকে জল!
অনেক ভেবে আমি তবে
এই কথাটিই পেলাম,
কবিতারূপে ছন্দেছন্দে
তোমাদের জানালাম!
সুতরাং আমি হলফ করে
বলতে পারি ভাই,
ভালোবাসা শব্দটি নির্দোষ
কোন সন্দেহ নাই!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন