নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বানে সাড়া মেলেনি
নির্ধারিত স্পটে পশু কোরবানির আহ্বানে সাড়া মেলেনি রাজধানীতে। রাস্তায়, অলিগলিতে যত্রতত্র পশু কোরবানি না করার জন্য আহ্বান জানিয়ে নির্ধারিত স্থান করে দিয়েছিল ঢাকার দুই সিটি কর্পোরেশন।
কিন্তু নির্ধারিত স্থানের বাইরে নগরবাসীকে নিজের বাসার সামনের রাস্তায়, অলিতেগলিতে কোরবানি দিতে দেখা গেছে। বাসা থেকে দূরত্বের কারণে নির্ধারিত স্থানে কোরবানি না দিয়ে বাসার সামনেই কোরবানি করেছেন নগরবাসী।
রাস্তার পাশে যত্রতত্র পশু কোরবানি করায় বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে প্রচুর বেগ পেতে হচ্ছে। বর্জ্য অপসারণের সুবিধার্থে দুই সিটি কর্পোরেশন এলাকায় ১ হাজার ১৫১টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল।
এ বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আনুমানিক ২ লাখ ৩২ হাজার পশু কোরবানি দেয়া হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১১ হাজার বেশি।
কোরবানির পশু জবাই করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ বছর ৫৪৯টি স্থান নির্ধারণ করেছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬০২ টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেসব নির্ধারিত স্থানে কোরবানি করার আগ্রহ না থাকায় তেমন একটা ভিড় ছিল না সেসব স্থানে। অথচ রাজধানীর প্রায় প্রতিটা বাড়ির সামনেই, অলিগলিতে, বাড়ির গ্যারেজে কোরবানি দিতে দেখা গেছে।
রাজধানীর মিরপুরের বাসিন্দা হায়দার হোসেনও বাসার সামনের রাস্তায় গরু কোরবানি দিয়েছেন। তিনি বলেন, কোরবানির জন্য নির্ধারিত স্থানে গিয়ে কোরবানির পর অত দূর থেকে মাংস নিয়ে আসা অসুবিধা হয়। সে কারণে সবাই বাসার সামনেই কোরবানি করে। আমাদের এই এলাকার কেউই নির্ধারিত স্থানে কোরবানি দিতে যাইনি।
এদিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বাসিন্দা আলমাস আলীও নির্ধারিত স্থানে কোরবানি না করে বাসার সামনের রাস্তাতেই অন্যদের সঙ্গে কোরবানি দিয়েছেন। তিনি বলেন, শুধু নির্ধারিত স্থান ঠিক করলেই তো হবে না, সেটা আশেপাশ হতে হবে। এসব স্থান দূরে হলে তো আনা-নেয়ার সমস্যা হয়ে যায়। কে কষ্ট করে দূরে গিয়ে কোরবানি করবে?
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে ইতোম্যেধ কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। তবে বর্জ্য দ্রুত অপসারণ করা না গেলে এগুলো থেকে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হবে। অথচ নির্ধারিত স্থানে প্রয়োজনীয় প্যান্ডেলও তৈরি করে দেয়া হয়েছিল। রাখা হয়েছিল পানি, স্যাভলন, ব্লিচিং পাউডারসহ প্রয়োজনীয় সব উপকরণ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন,গত ৩ বছর আমরা ঘোষণা দিয়ে বর্জ্য পরিষ্কারে সফল হয়েছি। এবারও ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন