ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা, আহত ১০
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে নেমেই হামলার মুখে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন ফখরুলের সঙ্গী অন্তত ১০ নেতাকর্মী।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এই হামলা হয়।
মির্জা ফখরুল নির্বাচনী প্রচার চালানোর জন্য ঢাকা থেকে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও ফেরার পথে দানারহট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এবারের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়ছেন বিএনপি মহাসচিব। তার বিপরীতে আছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রমেশ চন্দ্র সেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফখরুলের গণসংযোগের শুরুতেই একদল উচ্ছৃঙ্খল যুবক লাঠিসোটা নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। ছয়টি গাড়ির গ্লাস ভাঙচুর করে তারা। এ সময় মির্জা ফখরুলের সফরসঙ্গী কমপক্ষে ১০ জন আহন বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন