নির্বাচনের আগেই ‘ক্ষমতায়’ যাওয়ার দাবি—সাদিক কায়েমের কঠোর সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “নির্বাচনের আগেই এ দেশের একটি রাজনৈতিক দল দাবি করছে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। আওয়ামী লীগের মতো ম্যাকানিজম করে ক্ষমতায় যাওয়ার জন্য কি ছাত্রজনতা জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে? সেই আশা ভুলে যান।
শুক্রবার বিকালে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ডাকসু, রাকসু, চাকসু নির্বাচনের ফলই প্রমাণ করে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষ নিয়েছে। সামনে জাতীয় নির্বাচনেও জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষেই রায় দেবে, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কেন্দ্র দখল করে কেউ ভোট নিতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়ংকর হবে। নতুন করে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র রুখতে ইসলামী ছাত্রশিবিরসহ সবাইকে সজাগ থাকতে হবে। যেখানে আওয়ামী লীগের কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে।
এসময় তিনি ঝিকরগাছা আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলী উদ্দিন ফরিদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলী উদ্দিন ফরিদ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন, যশোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী আব্দুল কাদের, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আরশাদুল আলম, ছাত্রশিবির নেতা ইছা মাহামুদ, ইসমাইল হোসেন, হিজবুল্লা, আজিজুল হক, আরাফাত হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















