নির্বাচনের আগে সংলাপের সুযোগ নেই : ইসি সচিব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। জাতীয় নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবার সম্ভাবনা আর নেই। শতকরা ৮০ ভাগ আমাদের প্রস্তুতি শেষ হয়ে গেছে। এরপর নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবো। ’
তিনি আরো বলেন, ‘সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা সামনে কী কী ব্যবস্থা গ্রহণ করবো- তার একটি চেকলিস্ট তৈরি করার ঘোষণা দিয়েছি। সেভাবেই আলাদাভাবে পূর্ণাঙ্গ একটি কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বিস্তারিত আলোচনা করা হবে। আলোচনা করিনি, তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অথবা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন