নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে আসছেন ইইউর বিশেষজ্ঞরা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা আসছেন।
আগামী মঙ্গলবার তারা ঢাকা আসবেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।
আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি পাঠাবে না। বরং এই দুই বিশেষজ্ঞ ইউরোপীয় ইউনিয়নে একটি রিপোর্ট জমা দেবে।
সফরে তারা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন