নির্বাচন কমিশনের ওপর সরকারের চাপ নেই : সিইসি
নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি আরো জানান, কমিশনের ওপর কোনো চাপ নেই।
আজ রবিবার বিকেলে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
নুরুল হুদা বলেন, সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সব দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নয়।
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন এখনও অনেক দেরি, সেটা সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন