‘নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে’
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারি দলের সন্ত্রাস এবং বিরোধী দলের বিরুদ্ধে আগেকার যে ক্রুসেড ছিলো সেটা তারা আরো তীব্রতর করেছে।
নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সম্পুর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। যার জন্য জণগণের অধিকার ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তিনি এসব অভিযোগ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার সবগুলো আসনে বিএনপি প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, মামলা, গণগ্রেফতার, নির্বাচনী প্রচারণায় হামলা, ভাংচুর, পোস্টার পুড়িয়ে দেয়া সহ প্রসাসনের পক্ষপাতিত্বের অভিযোগে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলার ৬টি আসনের বিএনপির প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদ, ফজলুল আজিম, বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহাজাহান, জয়নাল আবেদীন ফারুক, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন সকলে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন