নির্বাচন: দুদিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুদিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল।
ভোটের আগের দিন ও ভোটের দিন বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রাদোষ কান্তি দাস জানান, জাতীয় নির্বাচনের কারণে বেনাপোল বন্দরে শনিবার ও রোববার দুইদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকছে। সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন