নির্বাচন নিয়ে ফারুকীর ‘পেরেশানি’ স্ট্যাটাস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। ২৩ ডিসেম্বর মধ্য মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্টাটাসটি শেয়ার করেছেন। নিচে ফারুকীর স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো।
“আমার ইশতেহার পড়ে অনেকে প্রশ্ন করেছেন, ‘ভাই, আপনার ইশতেহার পড়ে তো বুঝলাম আপনি কাউকে ভোট দিতে পারবেন না। ভোটটা তাহলে দিবেন কাকে?‘
এখন এই কথার কেমনে উত্তর দেই? ভোট কারে দিমু কেমনে বলি? আমি যে আসনে বাস করি, সেখানে আছে আমাদের ফারুক ভাই। কিন্তু এখানে আবার আছে আন্দালিব রহমান পার্থ যারে আমি পছন্দ করি।
কি একটা পেরেশানি!!
যাক ন্যাশনাল আইডি চেক কইরা দেখলাম, আল্লাহ আমারে এই দোটানা থেকে বাঁচাইছে।
আমি ভোটার তেজগাঁওয়ের।
ফলে আমার জন্য পছন্দ সহজ হয়ে গেলো। তেজগাঁওয়ে আছে আমার মহল্লার এবং স্কুলের বড় ভাই কামাল ভাই। তাঁর প্রতি আমার সমর্থন থাকবে। (সংযুক্তি: এই মাত্র ভাস্কর আমাকে আমার আরেক বন্ধু জোনায়েদ সাকির কথা খেয়াল করিয়ে দিলো। তাঁর প্রতিও তাহলে আমার সমর্থন থাকলো। এই দিকে আমার ফিল্মমেকার ছোটভাই আবু শাহেদ ইমন জানালো, সে নাকি আমার হয়ে নির্বাচন কমিশনে আবেদন করবে আমি যেনো দুইটা ভোট দিতে পারি।)
যাই হোক, নির্বাচনে জিতে আওয়ামী লীগ যদি সরকার গঠন করে, কামাল ভাই এবং তাঁর সরকারের প্রতি আমার তেরো দফা আর্জি পেশ করা থাকলো। আর যদি ঐক্যফ্রন্ট আসে, তাদের প্রতিও তেরো দফা জারি থাকলো!”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন