নির্বাচন নিয়ে যা বললো কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
বিবৃতিতে তারা বলেছে, বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতিতে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশি মানুষের কঠিন গণতান্ত্রিক বিশ্বাসের স্বাক্ষ্য।
১৯৭১ সালে স্বাধীনতার পরে কানাডাই প্রথম বাংলাদেশকে সমর্থন জানায়। সেই ধারাবাহিকতায় দ্বৈত আগ্রহের বিষয়গুলো নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ অব্যাহত রাখবে।
বিবৃতিতে তারা আরো লিখেছে, কোনো টেকসই বিরোধীদল, শক্তিশালী ও সুস্থ গণতন্ত্রের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের স্বাধীনতার উপস্থিতিতে নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা অনেক।
এই নির্বাচনে বিরোধীদের বর্ধিত অংশগ্রহণ থাকলেও, কানাডা হতাশ হয়েছে প্রচারণার সময়ে অসংলগ্নতার অভিযোগ এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব দলের সঙ্গে স্বচ্ছ আচরণ না করা অভিযোগ শুনে। কানাডা সেই সব নাগরিক এবং পরিবার যারা নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমব্যথি।
বিবৃতিতে সবশেষে তারা লিখেছেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের এই পরিবর্তনকালীন সময়ে, সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ এবং আইনগত পদ্ধতি অবলম্বনের আহ্বান জানাই। খেয়াল রাখতে হবে যেন মত প্রকাশের স্বাধীনতা এবং সংসদ সুরক্ষিত থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন