নির্বাচন সুষ্ঠু হবে কি না আল্লাহ ছাড়া কেউ জানে না : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না, আল্লাহ ছাড়া তা কেউ জানে না। বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সুষ্ঠু, সবার অংশগ্রহণকারী নির্বাচন আমরা চাই। সেটা হবে কি না আল্লাহ ছাড়া তো কেউ জানে না।’
সংলাপের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ বলেন, ‘কামাল হোসেনের যে দল আছে, ওরা তো আজকে কি বলে… সংলাপে যাবে। সংলাপ তো আমার মনে হয় ফলপ্রসূ হবে না। যেসব দাবি দিছে, এ দাবি সরকারের পক্ষে মানা সম্ভব নয়, যেটা আমি মনে করি। হাসিনার পদত্যাগ। হাসিনা পদত্যাগ করবে?’
নির্বাচনকে ঘিরে বিরোধী দল জাতীয় পার্টি সংলাপে বসলে কী দাবিদাওয়া তুলবে জানতে চাইলে এরশাদ বলেন, ‘আমাদের কথা হলো, যদি ওদের সাথে আমরা আলোচনায় বসি, প্রথম দাবি হবে- যেখানে লাঙল থাকবে, (সেখানে) নৌকা দিতে পারবে না। নাহলে আমরা জিততে পারব না। জিততে দেওয়া হবে না। যেখানে লাঙল থাকবে সেখানে নৌকা দিতে পারবে না। এইটা আন্ডারস্ট্যান্ড তাদের করতে হবে।’
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন