নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে ফিরলো ৯০ নারী শ্রমিক
নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ৯০ নারী শ্রমিক।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি ফেরত নারী শ্রমিকদের অভিযোগ, তাদের চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হতো না। করা হতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। এ কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা।
সৌদি আরব থেকে বৃহস্পতিবার আরো নারী শ্রমিক দেশে ফিরবেন বলে জানা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সৌদি থেকে চার শতাধিক নারী শ্রমিক দেশে ফিরলেন।
একই ফ্লাইটে দেশে ফিরেছেন বিভিন্ন অপরাধে জেলে থাকা পুরুষ শ্রমিকরাও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন