নির্লজ্জ না হলে বলিউডে স্থান নেই : বিদ্যা বালান
সামনের ১৭ তারিখ মুক্তি পাবে বিদ্যা বালানের পরের ছবি ‘তুমহারি সুলু’। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই সিনেমার এক মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান।
কী করে একজন সাধারণ গৃহবধূ আরজে হওয়ার সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে সফল হন, সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। পরিণীতা, ডার্টি পিকচার, কাহানি হয়ে এ এক অন্য বিদ্যা-র গল্প।
ছবি নিয়ে রীতিমতো আশাবাদী বিদ্যা বলেন, কখনও শারিরীক হেনস্তার শিকার হতে হয়নি। তবে লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন। শুরুর দিকে তিনি যার জন্য রেগেও যেতেন। কারণ হিরোদের জন্য বড় মেক আপ ভ্যান, ভালো রুম দেওয়া হত। হিরোইনদের তা দেওয়া হত না। তবে এসব নিয়ে ভাবিনি। একটু নির্লজ্জ না হলে বলিউডে স্থান নেই।
তিনি আরও বলেন, চেহারা নিয়ে ভাবি না হিরোইন মানেই তন্বী, ছিপছিপে। কিন্তু এই পুরোন ভাবনায় আটকে থাকতে নারাজ বিদ্যা। তার মতে অভিনেতা স্ক্রিনে অভিনয় করেন, তার জন্য কোনও শারীরিক মাপ মাপকাঠি হতে পারে না।
বলিউডের মেনস্ট্রিম হিরোইনদের থেকে তার লুক অনেকটাই আলাদা, তার জন্য সামাণ্যতম কুন্ঠাও নেই কেরালার এই মেয়ের। নিজেকে পুরুষ বিদ্বেষী ভাবেন না নিজেকে কখনই পুরুষ বিদ্বেষী ভাবেন না।
তবে তিনি ফেমিনিস্ট। মহিলারাও মানুষ। আর পাঁচজন পুরুষের মত তাদেরও নিজেদের মত করে জীবনযাপন করার অধিকার আছে মানেন সুলু অর্থাৎ বিদ্যা বালন। নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয় নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয়।
কোনও একটা বাধা ধরা পথ হয় না যেটা দিয়ে সাফল্য পাওয়া যায়। তাই পথ যেমন নিজেকই খুঁজে বার করতে হয় ঠিক তেমনিই আত্মবিশ্বাস ধরে রাখাটাও খুবই জরুরি।
তুমহারি সুলু এক সাধারণ মধ্যবিত্ত মেয়ের জীবনের কাহিনী ‘তুমহারি সুলু’- এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মানব কৌল। বিদ্যার নতুন এই লড়াই দর্শক কতটা গ্রহণ করে তা জানা যাবে সামনের শুক্রবারের পরে। – ওয়ান ইন্ডিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন