নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে প্রবেশেই দেখা মিলল তিন বাঘের।
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে বনরক্ষী ও পর্যটকরা তিনটি বাঘের দেখা পেলেন । শুক্র, শনি ও রবিবার শরণখোলা রেঞ্জের পৃথক পৃথক স্থানে এই বাঘের দেখা পান তারা।
বনবিভাগ থেকে জানাযায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে বনরক্ষীদের নিয়মিত টহল চলাকালে শরণখোলা রেঞ্জ অফিস এবং আলীবান্দা ইকো—ট্যুরিজম কেন্দ্রের মধ্যবর্তী বনে একটি বাঘের দেখাতে পান। বাঘের এই দৃশ্য মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন বনরক্ষীরা।
শনিবার সকাল ৮টার দিকে ‘এমভি বন সাম্পান’ নামে একটি পর্যটকবাহী জাহাজের পর্যটকরা কচিখালী নদীতে আরো একটি বাঘরে সাঁতরে যাওয়ার বিরল দৃশ্য অবলোকন করেন।
অপর দিকে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ‘এমভি ক্রাউন’ নামে পর্যটকবাহী জাহাজ পূর্ব সুন্দরবনের শরণখোলার রেঞ্জের কটকা খালে প্রবেশ করলে একটি বাঘ সাঁতরে নদী পার হতে দেখেনে পর্যটকরা। এ দৃশ্য দেখে পর্যটকরা উচ্ছাসিত হয়ে পড়ে। এসময় পর্যটকরা মুঠোফোন থেকে ছবি ও ভিডিও করতে সক্ষম হয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বনরক্ষীদের , এমভি বন সাম্পান, ও এম ভি ক্রাউনে থাকা পর্যটকদের বাঘ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, প্রজনন মৌসুমে তিনমাস পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ থাকায় প্রায়ই বাঘ দেখা যাচ্ছে। ভবিষ্যতে সুন্দরবনে পর্যটকরা আরো বাঘের দেখা পাবে বলে তিনি আসা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন