নীলক্ষেতের বইয়ের মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপপরিচালক উপপরিচালক মাহমুদুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে, শুক্রবার রাত ৭ টা ৫০ মিনিটের দিকে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ছুটে যায়।
তবে সেখানে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন