নীলফামারীতে তিন দিন সূর্যের দেখা নেই, শীতে জীবন জবুথবু
উত্তরের জনপদ নীলফামারীতে তিনদিন ধরেই দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। অন্যদিকে বইছে হিমেল বাতাস। সব মিলিয়ে শীতে জবুথবু নীলফামারীর প্রান্তিক জনপদের মানুষ।শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা থাকায় বিপাকে পড়ছেন কর্মজীবীসহ সাধারণ মানুষেরা। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শীতের কারণে মাঠ-ঘাট প্রায় ফাঁকা। ফসলের ক্ষেতে কাজ করতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের।হামিদুর রহমান নামে এক কৃষক বলেন, শীতের জন্য কোনো কাজ কর্ম করা যাচ্ছে না। ঘর থেকে বের হওয়াই খুব কষ্টকর হয়ে পড়েছে।
এমন শীত মনে হচ্ছে যে বৃষ্টি পড়েছে। বাইরে গেলে হাত-পা ঠান্ডা হয়ে আসে। শান্তিনগর মোড়ের রিকশা চালক ফজলার রহমান বলেন, কুয়াশার কারণে দিনের বেলায়ও ঠিকমতো দেখা যাচ্ছে না। সামান্য দূরের জিনিসও দেখা যায় না। ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। কিছু করার নাই, গাড়ি না চালাইলে তো পেট চলবে না। চা বিক্রেতা আজগার আলী বলেন, সকাল থেকেই যে পরিমাণ শীত, বাইরে বের হাওয়ায় কষ্টকর।
সকালে বাজারে ক্রেতা একদম নেই বললেই চলে। ঠান্ডায় বাজারে বসে থাকা খুবই কষ্টকর।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত কয়েকদিন ধরেই সৈয়দপুরের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সেইসঙ্গে কুয়াশা ও ঠান্ডা অব্যাহত রয়েছে। এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন