নীলফামারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ

নীলফামারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী এর আয়োজনে,অঙ্গীভূত আনসার (সাধারণ আনসার) সদস্য-সদস্যাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। (২২ জানুয়ারি) রোজ বুধবার বিকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম, সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগম,সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,নুরবানু আক্তার, সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রকিবুল ইসলাম ও সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, বেশ কিছু দিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে শীতার্ত এসব অঙ্গীভূত আনসার (সাধারণ আনসার) সদস্য-সদস্যাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

যেহেতু উত্তরবঙ্গের আমাদের এই জেলাগুলোতে শীত বেশি মহাপরিচালক স্যার বিবেচনা করে প্রথমে আমাদেরকে এই কম্বলগুলো প্রদান করেছেন। এবং তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি তার বক্তব্যে আরও বলেন, বর্তমান মহাপরিচালক স্যারের নেতৃত্বে আমাদের বাহিনীটা খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমরা সব জায়গা থেকে প্রশংসিত হচ্ছি। আমাদের নিজ জায়গা থেকে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নীলফামারী জেলার ৬টি উপজেলার ৪৪৭ জন অঙ্গীভূত আনসার (সাধারণ আনসার) সদস্য-সদস্যাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।