নীলফামারীতে বাসে তল্লাশিতে মিলল দুই কেজি হেরোইন

নীলফামারী-সৈয়দপুর সড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকায় বিজিবি ক্যাম্পের ১নং গেট সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ (বগুড়া-জ-১১-০০৬১) নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাসটিতে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। নীলফামারী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।এর আগে গত ৫ ফেব্রুয়ারি নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী।