নীলফামারীতে ভ্রাম্যমান আদালত দুই ইটভাটায় জরিমানা
নীলফামারীতে অবৈধ দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি এলাকায় অবস্থিত দিনা ব্রিকস ও সেলিম ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মলি আক্তার। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদনহীন ভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করছিলো এই দুই ভাটা।
ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় দুই ভাটা কর্তৃপক্ষের কাছ থেকে।প্রসঙ্গ দিনা ব্রিকস’র মালিক মাসুদ রানা ও সেলিম ব্রিকস এর মালিক মোহাম্মদ সেলিম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন