নীলফামারীর জলঢাকায় রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে মিছিল

জলঢাকায় পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে জনসচেতনতা মুলক মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।

এ উপলক্ষে (২৮ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালে আল-ফালাহ্ মসজিদ সংলগ্ন জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যে জামায়াত সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান বলেন, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃত ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদী মজুদ রেখে সিন্ডিকেটের মাধ্যমে মুল্যস্থফি বৃদ্ধি করে নিজ স্বার্থ সিদ্ধী হাসিল করে।

এ সময় তিনি সিন্ডিকেট কারীদের হুশিয়ারি দিয়ে বলেন, স্বাধীন দেশে আর কোন সিন্ডিকেট করার সুযোগ নেই। রমজানের পবিত্রতা রক্ষা করাসহ দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ ও সহনশীলতায় রাখার জন্য স্থানীয় প্রসাশনের প্রতি বাজার মনিটরিংয়ের স্বনির্বন্ধন আহবান জানান তিনি।