নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যদিও রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

আবহাওয়া অধিদপ্তর সোমবার (১ নভেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২০ দশমিক ২ ডিগ্রি, যা একদিন আগে রোববার ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি।

উত্তরাঞ্চলে এরইমধ্যে শীত নেমেছে। সকালে হালকা কুয়াশাও পড়ছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে লঘুচাপটি বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।