নীলফামারী মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

মিথ্যে মামলা প্রত্যাহার ও হয়রানীর প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন বাবুল হোসেন ও তার পরিবার।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়াস্থ নিজবাড়ি প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবুল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে।

এতে অভিযোগ করা হয় প্রতিবেশি হাসিব ও ওবায়দুল্লাহ পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো আমাদের সাথে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৩জানুয়ারী তাদের উপর হামলা মারধোর ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগে আদালতে মামলা করা হয় আমাদের বিরুদ্ধে। উল্লেখ করে বলা হয়, সেদিন এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

প্রতিবেশি ওবায়দুল্লাহ’র মেয়ে শাহনাজ বেগম গরুকে খাবার দেয়ার সময় গরুর লাথির আঘাতে অসুস্থ্য হয়ে পড়ে এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়। জমি নিয়ে বিরোধ থাকায় মিথ্যে ঘটনা উপস্থাপন করে আমাদেরকে হয়রানী করছে। আমরা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এ সময় বাবুল হোসেনের স্ত্রী মেনু বেগম, মেয়ে লিভা আকতার ও প্রতিবেশি ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।