নীল নদ নিয়ে রসিকতা করায় শিল্পীর কারাদণ্ড
নীল নদ নিয়ে রসিকতার করায় শিরিন আবদেল ওয়াহাব নামে আরব বিশ্বে পরিচিত একজন তারকা শিল্পীকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি দেশটির খুব জনপ্রিয় একজন শিল্পী একই সঙ্গে দ্যা ভয়েস অব টিভি শো’র বিচারক। তিনি নীল নদের পানির পরিচ্ছন্নতা নিয়ে মজা করে একজন ভক্তকে বলেছিলেন এ পানি পান করলে জীবাণু পান করা হবে।
শিরিনের বিরুদ্ধে মামলা করা হয় গত বছরের নভেম্বরে। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে এ কথা বলার জন্য শিরিন অবশ্য ক্ষমা চেয়েছেন।
সংগীতশিল্পী শিরিন কারাদণ্ড পেয়েছেন মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে। কায়রোর একটি আদালত এ দণ্ড দিয়েছেন। মিসরের সংবাদমাধ্যম বলছে, জামিনের জামানত হিসেবে শিরিনকে পাঁচ হাজার মিসরীয় পাউন্ড দিতে বলেছেন আদালত। কারাদণ্ডের বিরুদ্ধে শিরিন আপিল করতে পারবেন।
অন্যদিকে মিসরে আরেকটি মামলায় পপ সঙ্গীতশিল্পী লাইলা আমেরকে কারাদণ্ড দেয়া হয়েছে। লাইলা আমেরকে একটি উত্তেজক গান গাইবার দায়ে ব্যভিচার এবং নীতি নৈতিকতা বিবর্জিত কাজের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন