নুহ (আ.) মোবাইল ফোন ব্যবহার করেছিলেন, দাবি তুরস্কের অধ্যাপকের
তুরস্কের এক অধ্যাপকের দাবি ইসলাম ধর্মের নবী নুহ (আ.) মোবাইল ফোন ব্যবহার করেছিলেন। ভয়াবহ বন্যার কিছুক্ষণ আগে তিনি মোবাইল ফোনের মাধ্যমে তার ছেলেকে ফোন করেছিলেন। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন ও খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্টে এ ব্যাপারে বর্ণনা আছে বলেও দাবি করেছেন তিনি।
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াভুজ অরনেকের এই দাবি অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। গত শনিবার তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটিতে তার ওই দাবি প্রচার করা হয়।
‘বন্যার সময় যখন ৩০০ থেকে ৪০০ মিটার উঁচু ঢেউ উঠে তখন নুহ (আ.) এর ছেলেকয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। কুরআনে বলা হয়েছে, নুহ (আ.) তার ছেলের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তারা কীভাবে যোগাযোগ করেছিলেন? এটা কি কোনো অলৌকিক ঘটনা? এটা হতে পারে। তবে আমরা বিশ্বাস করি, তিনি ছেলের সঙ্গে সেল ফোনে যোগাযোগ করেছিলেন।’
টেলিভিশনে প্রচারিত অরনেকের এই স্বাক্ষাৎকার তুরস্কের ইংরেজি দৈনিক হুরিয়াত ডেইলি নিউজ অনুবাদ করে প্রকাশ করেছে।
অরনেক আরো দাবি করে বলেন, ‘স্টিলের প্লেট দিয়ে জাহাজ তৈরি করেছিলেন নুহ (আ.) এবং এটার জন্য তিনি পারমাণবিক শক্তি ব্যবহার করেছিলেন।’
‘আমি একজন বিজ্ঞানী এবং বিজ্ঞান নিয়েই কথা বলি’- বলেন অরনেক।
সূত্র : আল আরাবিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন