নেকাব নিষিদ্ধ করে কানাডায় আইন পাশ
জনসেবা প্রদান ও গ্রহণ করতে মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না নিয়ম করে একটি আইন পাশ করেছে কানাডার এক প্রাদেশিক সরকার। সবার জন্য এ বিধি নিষেধ আরোপ করা হলেও সমালোচকদের মতে মুসলিম নারীদের লক্ষ্য করে এটি করা হয়েছে।
বুধবার ক্যুবেকের জাতীয় পরিষদে ৬৬-৫১ ভোটে বিলটি পাশ হয়। ২০১৪ সাল থেকে প্রাদেশিক ক্ষমতায় থাকা লিবারেলরা দুই বছর আগে বিলটি উত্থাপন করে।
এই আইনের ফলে ক্যুবেক প্রদেশে সরকারি সেবা গ্রহণের জন্য বোরকা ও নেকাবধারীরা তাদের চেহারা দেখাতে দেখাতে হবে। এর ফলে এখন থেকে পুলিশ, শিক্ষক, ডাক্তার ও বাস ড্রাইভারসহ প্রশাসনে ও স্বাস্থ্য ব্যবস্থায় কর্মরতরা মুখ ঢেকে রাখতে পারবে না ।
আইনটিতে যদিও মুসলিম ধর্মীয় বিশ্বাস নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তারপরও এ আইনের ফলে শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রমও বন্ধ হয়ে যাবে।
সরকার দাবী করছে, সব ধরণের নাগরিকদের জন্য এ আইন করা হয়েছে, নির্দিষ্ট করে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হয়নি। কিন্তু এ আইনের ফলে সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে সবচেয়ে বেশি বাঁধাগ্রস্ত হবেন মুসলিম নারীরাই।
সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন