নেতকোনার মদনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/IMG_20240524_161106-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী ২৯ মে মদন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে মতবিনিময় করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার পাবলিক হল রুমে নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। সহকারীর রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ধােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন, ফয়েজ আহম্মেদ,পুলিশ সুপার, নেত্রকোণা, মোঃ আবদুর রহিম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার, রবিউল ইসলাম খালিয়াজুড়ি সার্কেল, সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার ও গন মাধ্যম কর্মীগণ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন