নেতারা বলেছিল প্রবেশপত্র আসবে, কিন্তু আসেনি, পরীক্ষা বঞ্চিত ৫৭ শিক্ষার্থী
এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার ৫৭জন পরীক্ষার্থীর এবার পরীক্ষায় বসা হলো না। টেস্ট পরীক্ষায় ফেল করে তারা জনৈক নেতাদের মাধ্যমে টাকার বিনিময়ে ফরম ফিলাপ করতে চেয়েছিল। কিন্তু তাদের প্রবেশপত্র আর আসেনি।
ভুক্তভোগী ও কলেজ সূত্রে জানা গেছে, টেস্ট পরীক্ষায় ফেল করা ওই শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে নেতাদের টাকা দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণের চেষ্টা করেছিল। আদর্শ কলেজের ৫৭জন শিক্ষার্থীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় কলেজ শাখার দুইজন নেতা। নেতারা আশ্বস্ত করেছিল, প্রবেশপত্র আসবে। পরে শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারে, তাদের পরীক্ষার প্রবেশপত্র কলেজে আসেনি।
মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস জানান, মাগুরা আদর্শ কলেজের টেস্ট পরীক্ষায় ফেল করা কিছু পরীক্ষার্থী নেতাদের টাকা দিয়েছিল ফরম ফিলাপ করার জন্য। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টি জানতেন না। ১৫/২০ জন পরীক্ষার্থী ঘটনাটি জানিয়েছে। কলেজের নাম ভাঙ্গিয়ে টাকা নেওয়া অন্যায়। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন