নেত্রকোণায় ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন)এর নিষিদ্ধের দাবিতে জেলা খেলাফত আন্দোলন নেত্রকোণায় এর আহবানে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যার চেষ্টায় ইসকন জড়িত দাবি করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের বড়বাজার শাহী মসজিদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। পরে সেখান খেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নেত্রকোণা জেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, হাফেজ আজহারুল ইসলাম, হাফেজ জাকির হোসেনসহ অন্যরা। বক্তারা ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদের নিষিদ্ধের দাবি জানান।