নেত্রকোণায় কৃষি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোণায় স্বল্পজীবনকালীন ও উচ্চফলনশীল জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল এবং বীজ সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ অঞ্চলে চাষাবাদ উপযোগী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ও উচ্চফলনশীল জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল এবং বীজ সংরক্ষণ” শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকালে নেত্রকোণা খামার বাড়ি হলরুমে নালিতাবাড়ি বিনা উপকেন্দ্রের আয়োজনে নালিতাবাড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
নেত্রকোণা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন