নেত্রকোণায় জিপিএ ৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোণার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার মোহনগঞ্জ অডিটরিয়ামে ভাটিবাংলা নাগরিক ফোরাম উপজেলাটির বিভিন্ন বিদ্যালয়ের ১১৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়।
এসময় শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেষ্ট,সনদপত্র ও নিম গাছের চারা তোলে দেন। উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যরা।
বক্তারা বলেন, চারদিকে মাদক থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে। দেশকে আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন