নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার, ২ জন নিহত, আহত ৩

নেত্রকোণার পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশা বালুবোঝাই একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নেত্রকোণা- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলার নারান্দিয়া এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহত দুইজন হলেন, অটোরিকশা চালক ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে মোঃ জলিল (৪৫) ও নেত্রকোণার কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)।
আহতরা হলেন, জেলার আসদহাটি গ্রামের মোছাঃ রেজিয়া আক্তার (৪৪), পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৩) ও কালিয়াকোণা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শোভা আক্তার (২২)।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মোঃ সবুজ মিয়া জানান, নারান্দিয়ায় সড়কে বালুবাহী একটি ট্রাক অবৈধভাবে রাস্তার ওপরে পার্কিং অবস্থায় ছিল। এসময় ময়মনসিহ থেকে নেত্রকোণার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাটি সেখানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে।
এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন তিনজন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পর পর ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















