নেত্রকোণায় তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদরের আসদআটি এতিমখানা মাদ্রাসায় জেলা ছাত্রদল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এই
শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি দোয়া মাহফিল অনুষ্ঠান করে।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু।

যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমামুল খান ইমনসহ অন্যরা।

বক্তারা তারেক রহমানের দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন ও নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন। শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।