নেত্রকোণায় প্রথমবারের মত পালিত হলো লালন সাঁইজীর তিরোধান দিবস

নেত্রকোণায় প্রথমবারের মত মাধবতাবাদী সাধক লালন ফকির এর ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজেনে দিবসটি পালিত হয়।
(১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলার পাবলিক হলে লালন সাঁইজীর জীবন ও দর্শন নিয়ে আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলায় প্রথম হলেও অনুষ্ঠানটি উপভোগ করতে দর্শকের কমতি ছিলোনা। খানায় খানায় ভরা ছিল ছিল পুরো হলরুম।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে লালন দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সুখময় সরকার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া হেলিম, বিএনপি নেতা এস এম মনিরুজ্জামান দুদু, নেত্রকোণা সাহিত্য সমাজ এর সাধারণ সম্পাদক কবি ও লেখক তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সমাপনি বক্তব্যে বলেন, “লালন ফকির ও মহর্ষি মনমোহন দত্ত অসাম্প্রদায়িক মানবজাতি বিনির্মানের মূর্ত প্রতীক। লালন গীতি ও মলয়া সংগীত তারই বহিপ্রকাশ। তাদের গানে আধ্যাত্মিক সাধনা পরিলক্ষিত হয়েছে।”
জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠি ও শিকড় উন্নয়ন সংস্থাসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে। বাগেরহাট থেকে আগত সুমন দাস বাউল অসাধারণ লালনগীতী পরিবেশন করে আগত ভক্তবৃন্দের হৃদয় জয় করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন