নেত্রকোণায় ফের নৌকার মাঝি সাজ্জাদুল হাসান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Screenshot_20230725_103659-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা -৪( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, প্রধান মন্ত্রীর সাবেক ব্যাক্তিগত সচিব,নেত্রকোণা জেলা আ,লীগের সহসভাপতি সাজ্জাদুল হাসানকে গত রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই আসনে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। এ আসনে সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আব্দুল মমিন এর সহধর্মিণী রেবেকা মমিনের মৃত্যু পর,উপ-নিবার্চনে দলীয় মনোনয়ন নিয়ে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।
বিগত কিছু দিন তাঁর দায়িত্ব পালনকালে এলাকায় সাধারণ জনগণের সাথে সময় দিয়েছেন বেশি। দলকে সুসংগঠিত ও এলাকার উন্নায়নে কাজ করেছেন তিনি। বহু অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের সরকারি সহায়তা পেতে সহযোগিতা করেছেন। বিগত দিনে দায়িত্বকালে নির্বাচনী এলাকায় সরকারি কিংবা দলীয় ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকেন। তিনি সবসময় সময়কে মূল্যায়ন করে চলেন।
মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যসহ নির্বাচনী এলাকার সকল স্তরের দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফের নৌকাকে বিজয়ী করে এলাকার উন্নায়নের ধারা অব্যাহত রাখার আহবান রাখেন।
উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, তিনি সবসময় সময় ও দ্বায়িত্বটাকে খুবই গুরুত্ব দেন। তিনি আবারো নৌকা পাওয়ায় দলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশাকরি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিপুল ভোটে জয়ী হবেন। নৌকাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহবান রাখেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন